চুরি হওয়া সেই নবজাতক মাগুরা থেকে উদ্ধার
 
                                                                                                গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতককে মাগুরার শালিখা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে জিজ্ঞাসাবাদ করছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নবজাতক উদ্ধারের ঘটনায় নিশ্চিত করে যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ এজাজ জানান, যশোর শিশু হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় রোববার থেকে পুলিশ অভিযান শুরু করে।
আজ (৭ মার্চ ) সোমবার সকালে শালিখার শতখালীতে অভিযান চালানো হয়। দুপুর ১২টার পর ওই নবজাতককে ফেলে এক নারী পালিয়ে যায়। এসময় এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি হলেন, শতখালী এলাকার আলম শেখের স্ত্রী আকলিমা খাতুন।
জিজ্ঞাসাবাদে আকলিমা পুলিশকে জানিয়েছে, এক নারী ওই নবজাতকে তার কাছে দিয়ে দোকানে গরম পানি আনতে গেছেন। আর ফিরে না আসায় তিনি নবজাতককে নিয়ে বসে আছেন। শিশুটিকে পুনরায় শিশু হাসপাতালে তার অভিভাবকের নিকট হস্তান্তর করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে জানিয়ে মোহাম্মদ এজাজা জানান, শিশুটিকে চুরির সাথে জড়িত নারীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার দুপুরে যশোর শিশু হাসপাতাল থেকে ৬ দিনের নবজাতকটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তার পিতা মেহেদি হাসান কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় রোববার থেকে অভিযান শুরু করে।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                