ভোজ্য তেল পাচারের অভিযোগে বেনাপোলে জরিমানা আদায়

মোঃ জামাল হোসেন, (যশোর):
যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতে ভোজ্য তেল পাচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ বেনাপোল বাজারে সয়াবিন তেলের মূল্য যাচাই করা হয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) দুপুরে সময় এ জরিমানা আদায় করা হয়।
বেনাপোলে দায়িত্বরত এনএসআই এর সহকারী পরিচালক ফরহাদ জানান, তাদের কাছে গোপন খবর আসে, পাচারকারীরা ভারতে ভোজ্য তেল পাচারের উদ্দেশ্যে সীমান্তের সততা স্টোরে মজুদ করছে।
এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়াকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সততা স্টোরের মালিককে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাকে সতর্ক করা হয় পরবর্তীতে ভারতে ভোজ্য তেল বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, দেশে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধিরোধে বেনাপোল বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকাসহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধিরোধে এমন অভিযান চলবে বলে তিনি জানান। #