কেএমপি'তে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
 
                                                                                                বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ মঙ্গলবার (৮ মার্চ) বিকালে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কেএমপি'র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞার সভাপতিত্বে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত নারী দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা ; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্ সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) খন্দকার লাবনী; সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) শিপ্রা রানী দাস; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) ইমদাদুল হক- সহ কেএমপি'তে কর্মরত নারী পুলিশ অফিসারবৃন্দ।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                