টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” শ্লোগানে নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে “আন্তর্জাতিক নারী দিবস-২০২২” উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স্ ড্রিলশেডে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম-বার)।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় জেলা পুলিশের সকল ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।