হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৭ মার্চ) দুপুরে হরিণটানা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড় এলাকায় চেকপোষ্ট হতে মাদক ব্যবসায়ী ইফাজ হাওলাদার (২১), পিতা-ইউনুস হাওলাদার, সাং-কৃষ্ণনগর চরা, থানা-লবণচরা, খুলনা মহানগরী কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।