কেএমপি’র মাদক বিরোধী অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৮ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লদ্ধ ২৪০০ টাকাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১)জাহিদুল ইসলাম গাজী(৩৬), পিতা-জয়নাল আবেদীন, সাং-৯২/৮০২ ইয়াকুব গলি নতুন বাজার, থানা-খুলনা; ২) মোঃ লিটন শেখ(৩৪), পিতা-আব্দুস সালাম, সাং-ছোট বয়রা ডাক্তারপাড়া মসজিদ গলি, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) এস.এম. মফিদুল ইসলাম(২৯), পিতা-মৃত: এন্তাজ আলী সরদার, সাং-গাওঘারা গায়েরহাট বাজার, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এবং ৪) মোস্তফা শেখ(৫৪), পিতা-মৃত: মতি শেখ, সাং-দক্ষিণপাড়া খালপাড় রোড, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লদ্ধ ২৪০০ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।