জাটকা রক্ষায় নৌ পুলিশের মতবিনিময় সভা ও নৌ র্যালি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নৌ পুলিশ ২০১৩ সাল হতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসকল অভিযানের মধ্যে জাটকা সংরক্ষণ অভিযান ও মা ইলিশ সংরক্ষণ অভিযান বিশেষ সফলতা লাভ করেছে। ফলে ইলিশের উৎপাদনসহ প্রাকৃতিক উৎসে সকল প্রকার মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সাধারণত নভেম্বর হতে মে মাস পযর্ন্ত নদীতে প্রচুর জাটকা পাওয়া যায়।
এ সময়ে যাতে জেলেরা নির্বিচারে জাটকা নিধন করতে না পারে সে জন্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক জাটকা ধরা নিষিদ্ধ। এছাড়া মার্চ ও এপ্রিল এই দুই মাস জাটকাসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ বছর নৌ পুলিশ গত ১ মার্চ হতে জাটকা সংরক্ষণ অভিযান শুরু করেছে।
জাটকা সংরক্ষণে সকলকে সচেতন করার প্রয়াসে আজ ৯ মার্চ বুধবার নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম জাটকা, ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিস্ট সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান, মৎস্যজীবী সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ ও জেলে সম্প্রদায়ের সাথে চাঁদপুরের ষাটনলে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মোহাম্মদ কামরুজ্জামান পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ প্রধান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, অঞ্জনা খান মজলিশ, জেলা প্রশাসক, চাঁদপুর, মোঃ গোলাম মেহেদী হাসান, জেলা মৎস্য কমকর্তা, চাঁদপুর, খন্দকার নূর রেজওয়ানা পারভীন, পুলিশ সুপার, পিবিআই, চাঁদপুর, মোঃ গাজী শরীফ হাসান, ইউ এন ও, মতলব উত্তর, চাঁদপুর, সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুরসহ নৌ পুলিশের উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।
উক্ত সভায় নৌ পুলিশ প্রধান সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময়ে জাটকা, মা ইলিশসহ সকল প্রকার মাছ না ধরার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, “দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ হলে দেশের মানুষও তার সুফল পাবে। জাটকা মাছ না ধরার কারণে এখন দেশে ইলিশ সহজলভ্য হয়েছে। জনগণ সচেতন হলে জাটকা, মা ইলিশসহ সকল মাছই সহজলভ্য হবে এবং দেশীয় আমিষের চাহিদা পুরণের পাশাপাশি বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।” তিনি উপস্থিত সকলকে সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময়ে মাছ না ধরার জন্য এবং জাটকা সংরক্ষণ অভিযান-২০২২ সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
পরবর্তীতে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও জেলে সম্প্রদায়কে সাথে নিয়ে নৌ র্যালিতে অংশগ্রহণ করেন এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।