খুলনা শিশু হাসপাতালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স হস্তান্তর
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বুধবার (৯ মার্চ) খুলনা শিশু হাসপাতালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানটি খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় দূতাবাস, খুলনার মান্যবর সহকারী হাইকমিশনার শ্রী রাজেশ কুমার রায়না।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ কামরুজ্জামান সহ প্রিন্ট ও মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।