কেএমপি’তে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্মরতদের প্রশিক্ষণ কর্মশালা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে কেএমপি সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান এর সভাপতিত্বে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) এবং এপিএ ফোকাল পয়েন্ট অফিসার শেখ ইমরান; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) ইমদাদুল হক এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্মরত কর্মকর্তাবৃন্দ।