South east bank ad

হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে স্ত্রীর যাবজ্জীবন, স্বামী খালাস

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে স্ত্রীর যাবজ্জীবন, স্বামী খালাস

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরে ৩০ গ্রাম হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে কাজল বেগম বুলু (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদলত। একই মামলায় বুলুর স্বামী খায়রুলকে খালাস দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এই আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০২১ সালের ২২ জুন সদর উপজেলার নজরপুর এলাকায় খায়রুলের বাড়ীতে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ খায়রুলে স্ত্রী কাজল বেগম বুলুকে আটক করে।

এঘটনায় পর দিন ২৩ জুন মাদক দ্রব্য আইনে নাটোর সদর থানায় স্বামী খায়রুল ও তার স্ত্রী বুলুকে আসামি করে পুলিশ বাদি হয়ে একটি মামলা রুজু করে। দীর্ঘ শুনানী শেষে বহস্পতিবার বিচারক কাজল বেগম বুলুকে যাবজ্জীবন কারাদন্ড ও স্বামী খায়রুলকে খালাসের আদেশ দেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: