শিরোনাম

South east bank ad

সোনা চোরাচালান মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

সোনা চোরাচালান মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় পপি খাতুন মরিয়ম নামে এক চোরাকারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এক রায়ে এ আদেশ দিয়েছেন।

পপি খাতুন যশোরের বেনাপোলের পুটখালি গ্রামের পশ্চিমপাড়ার কামাল হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর শার্শার পাঁচভুলট্ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল হোসেন ফোর্স নিয়ে শিকড়ী চারা বটতলা এলাকায় ইজিবাইকে তল্লাশি চালায়।

এক পর্যায়ে ইজিবাইকের যাত্রী পপি খাতুন তার দেহে স্বর্ণ সেটিং করা আছে বলে জানায়। এ সময় উপস্থিত সকলের সমনে পপি তার দেহে সেটিং করা ১৩টি স্বর্ণের বার বের করে দেয়।

যার ওজন ১ কেজি ৫শ’২৩ গ্রাম। এব্যাপারে বিজিবির নায়েক সুবেদার কামাল হোসেন স্বর্ণ চোরাচালান দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ ডিসেম্বর আটক পপিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শ নজরুল ইসলাম।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পপির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত পপি খাতুন মরিয়ম কারাগারে আটক আছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: