এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বেলা ১২ টার দিকে এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ মহোদয়ের নির্দেশনায় এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার উদ্যোগে জিডি অটোমেশন (CDMS++) এর ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স পুলিশ লাইন্স স্কুল কম্পিউটার ল্যাবে সমাপ্ত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) মোঃ এহসান উদ্দিন চৌধুরী পিপিএম।
সম্মানিত প্রধান অতিথি কোর্সে অংশ গ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন এবং তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান উপদেশ সহ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মানব সেবায় কাজে লাগানোর পরামর্শ দেন।