কোডেকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নইন আবু নাঈম, (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে পিপিইপিপি প্রকল্পের অরুনোদয় কর্মসূচীর আওতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ মার্চ) সকালে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এসএম ফয়সাল আহমেদ।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল ইসলাম টিপু, সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, কোডেকের এরিয়া ম্যানেজার কাজী ইকবাল হোসেন, টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন) সিরাজুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) আসলাম আলী মোড়ল, সিনিয়র এ্যাসিষ্ট্যান্ট টেকনিক্যাল অফিসার নুরুজ্জামান বাচ্চু, কোডেকের প্রোগ্রাম অফিসার (সোসাল এ্যাডভোকেসী) মো. মিরাজ হোসেন ও অরুনোদয় কর্মসূচীতে কর্মরত সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় কোডেকের এরিয়া ম্যানেজার কাজী ইকবাল অবহিত করেন যে, সাউথখালী ইউনিয়নে হাঁস-মুরগী, গবাদী পশু ও মাছ চাষ, ধানসাগর ইউনিয়নে লবন সহিষ্ণু সবজি চাষ, গ্রীষ্মকালীন সবজি ও হাঁস-মুরগী বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
এতে ওই সকল এলাকার উপকার ভোগীরা বেকারত্ব দূরীকরণ সহ সাবলম্বী হচ্ছেন।