শিরোনাম

South east bank ad

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর

 প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর

এম.এস রিয়াদ, (বরগুনা):

আসরের আযান দিয়ে মায়ের সাথে ফোনে কথা বলা অবস্থায় রকেট হামলার শিকার হয়েছিলেন মেধাবী মেরিন ইঞ্জিনিয়ার বাংলার সমৃদ্ধি জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর। এমন কথাই জানিয়েছেন মেরিন ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ।

ইউক্রেনে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় তার নিজ বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারের পূর্ব পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউক্রেনে নিহত হাদিসুরের মরদেহ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে মসজিদের পাশে তার দাদা-দাদির কবরের পাশেই দাফন করা হয়।

নিহত হাদিসুর রহমান আরিফ (৩৩) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে হাদিসুর দ্বিতীয়। তিনি বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

গত বুধবার (০২ মার্চ) ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ 'বাংলার সমৃদ্ধি' রকেট হামলার শিকার হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহিন বলেন, ‘ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর আমরা নিয়মিত খোঁজ খবর রেখেছি। আজ মরদেহ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। আমাদের পক্ষ থেকে হাদিসুরের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া হবে।’

উল্লেখ্য, গত ২ মার্চ এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর

হাদিসুর এর জানাজায় করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুহৃদ সালেহীন, বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বাংলাদেশ মেরিন ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: