শিরোনাম

South east bank ad

শরণখোলার লোকালয়ে বাঘ আতংক মানুষ

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

শরণখোলার লোকালয়ে বাঘ আতংক মানুষ

নইন আবু ন্ঈাম, (বাগেরহাট):

সুন্দরবন সংলগ্ন শরণখোলার লোকালয়ে বাঘ আতংক বিরাজ করছে। বাঘের ভয়ে উপজেলার উত্তর রাজাপুর ও ধানসাগর গ্রামের মানুষ রাতের বেলা বাইরে চলাফেরা করেনা।

গতকাল সোমবার (২৮ মার্চ) দুপুরে সরেজমিনে উপজেলার উত্তর রাজাপুর ও ধানসাগর গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্র্য়াই রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশন এলাকার বন থেকে উত্তর রাজাপুর, টগড়াবাড়ী ও ধানসাগর গ্রামে বাঘের আনাগোনা বেড়েছে।

উত্তর রাজাপুর গ্রামের মাসুম হাওলাদার জানান, গত শুক্রবার (২৫ মার্চ) রাতে সুন্দরবনের নাংলী এলাকা থেকে বাঘ উত্তর রাজাপুর গ্রামের জলিল মাষ্টারের বাড়ীর আঙ্গিনায় ঢোকে।

সকালে ঐ বাড়ীর পুকুর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়। জলিল মাষ্টারের স্ত্রী মুকরিমা বেগম তাদের বাড়ীতে বাঘ আসার ঘটনার সত্যতা স্বীকার করেন।

ধানসাগর ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ তোফাজ্জেল হোসেন বলেন, তিনি ৫/৬ দিন আগে বনের ধারে লোকালয়ে বাঘের ডাক শুনতে পেয়েছেন। টগড়াবাড়ী এলাকার ফজলুল হক হাওলাদার বলেন, গ্রামে বাঘ আসার আলামত পাওয়ায় তারা রাতের বেলা বাইরে চলাফেরা বন্ধ করেছেন।

ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বলেন, বেশ কিছুদিন যাবৎ ধানসাগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর ও ধানসাগর গ্রামে বাঘের আনাগোনার খবর গ্রামবাসীদের মাধ্যমে তিনি শুনেছেন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শহীদুল ইসলাম বলেন, ধানসাগর এলাকার লোকালয়ে বাঘ আসার খবর তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে এসিএফ জানিয়েছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: