বাজার নিয়ন্ত্রণে মাধবপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কে ১ লক্ষ ১২ হাজার ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তাঅধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারার আওতায় মোবাইল কোর্ট পরিচালনা ওজনে কম দেওয়া, পণ্যের অতিরিক্ত দাম রাখা, রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করার অপরাধে ২০ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে দন্ডঅর্থ প্রদান করেন।
ওই ২০ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে ১ লক্ষ ১২ হাজার ২ শত টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্যানেটারি ইন্সপেক্টর মোঃ মহিবুর রহমান সহ মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা সহ একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, পবিত্র মাহে রমজান মাস সামনে রেখে দ্রব্য মূল নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যহত থাকতে।