মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশের আভিযানিক দল
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক উদ্ধার অভিযানের সময় পুলিশ সদস্যদের ওপর হামলার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ ) রাত ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় দেউন্দি চা বাগানে মাদক পাচারের হবে এমন খবরের ভিত্তিতে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়।
এ সময় ১৫ লিটার বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশ। তাকে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে এসআই তরিকুল ইসলাম ও কনেস্টবল জুয়েল সহ ৫ জন আহত হন। এর মধ্যে আহত এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এরমধ্যে আশঙ্কাজনক কনস্টেবল জুয়েলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চুনারুঘাট উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আটকদের মধ্যে একজন নারী ও অপরজন ৭ জন পুরুষ হলেও তাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, মাদক পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা আমাদের সদস্যদের ওপর হামলা চালায়।
রাতভর অভিযানে সন্দেহভাজন ৮ জন আটক করা হয়েছে । বাকিদের ধরতে অভিযান চলছে।