South east bank ad

বঙ্গবন্ধু শিল্পনগর: ৬ হাজার একর জমি শিল্প স্থাপনের উপযোগী

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

বঙ্গবন্ধু শিল্পনগর: ৬ হাজার একর জমি শিল্প স্থাপনের উপযোগী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের (বিএসএমএসএন) ৩৩ হাজার ৮০৫ একর জমির মধ্যে ৬ হাজার একর জমি শিল্প স্থাপনের উপযোগী করা হয়েছে। অবশিষ্ট জমিও কারখানা উপযোগী করে গড়ে তুলতে অবকাঠামোগত কাজ চলমান। ৬ হাজার একর ঘিরে তৈরি হয়ে গেছে সড়ক, সেতু; দেওয়া হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ। এর মধ্যে বিদেশি দুই প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আগামী বছর উৎপাদন শুরু করবে আরও কয়েকটি প্রতিষ্ঠান।

বঙ্গোপসাগরের উপকূলীয় সন্দ্বীপ চ্যানেলের পাশে ১৩৭ বর্গকিলোমিটার এলাকায় গড়ে তোলা হচ্ছে এই শিল্পনগর। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) মহাপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের সীতাকু- ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলা ঘিরে এই শিল্পনগরের আয়তন হবে ৩৩ হাজার ৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে থাকবে শুধু শিল্পকারখানা। অবশিষ্ট ৫৯ শতাংশ এলাকার মধ্যে খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র থাকবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) তথ্যমতে, বঙ্গবন্ধু শিল্পনগরের ৩৩ হাজার ৮০৫ একর জায়গার মধ্যে ৫০০ একর জায়গায় গড়ে উঠছে গার্মেন্টস ভিলেজ। ১ হাজার ১৫০ একর জমিতে গড়ে উঠছে বেপজা অর্থনৈতিক অঞ্চল। এ ছাড়া পিএইচপি ফ্যামিলি ৫০০ একর জমিতে শিল্পায়ন করছে। বসুন্ধরা গ্রুপ বিনিয়োগ করবে ৫০০ একর জায়গায়, এসবিজি ইকোনোমিক জোন প্রতিষ্ঠার জন্য ৫০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ৪০ একর জমিতে হেলথ কেয়ার, ১০০ একর জমিতে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ, ৪০ একর জমিতে এসকিউ ক্যাবল, ১০ একর জমিতে চীনের জিং জিয়ান, ২০ একর জমিতে মডার্ন সিনটেক্স এবং ১০০ একর জমিতে নিপ্পন ও ম্যাকডোনাল্ডসহ কয়েকটি কারখানার কাজ চলছে।

গত এপ্রিল থেকে উৎপাদন শুরু করেছে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এ ছাড়া জাপানের নিপ্পন স্টিল করপোরেশন এবং বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্টের যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠানও গত মার্চে উৎপাদন শুরু করেছে। আগামী বছরের মধ্যে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে সমুদা ফুড প্রডাক্টস লিমিটেড, মডার্ন সিনটেক্সসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের।

পিএইচপি ফ্যামিলির পরিচালক (অর্থ) মোহাম্মদ আলী হোসেন বলেন, ওই জায়গার জন্য ইতোমধ্যে আমরা যাবতীয় অর্থও পরিশোধ করেছি। সেখানে আমরা মৌলিক ইস্পাত শিল্প গড়ে তুলব ইনশা আল্লাহ। স্বাধীন বাংলাদেশে এটা হবে এ ধরনের প্রথম উদ্যোগ।

বিএসএমএসএন প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক বলেন, করোনার কারণে প্রকল্পের কাজ দেরি হলেও ইতোমধ্যে আমরা ৬ হাজার একর জমি শিল্প স্থাপনের জন্য উপযোগী করেছি। সেখানে রাস্তা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, জাপানের নিপ্পন স্টিল করপোরেশন এবং বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্ট যৌথ উদ্যোগে ১০০ একর জমিতে ১১৪ কোটি টাকা বিনিয়োগে স্টিল কারখানা স্থাপন করে। গত ২৫ জানুয়ারি তারা কারখানায় পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করে। আর ১০ একর জায়গায় গত এপ্রিলে উৎপাদন শুরু করেছে ভারতীয় রং প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস।

প্রসঙ্গত, বেজা ইতোমধ্যে ১২৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৫ হাজার ৬১৪ একর জমি বরাদ্দ করেছে এবং তাদের প্রস্তাবিত বিনিয়োগ ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। বেজার পক্ষ থেকে গত মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম উদ্বোধনের কথা জানানো হলেও এখনো সেটি চূড়ান্ত হয়নি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: