South east bank ad

অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার ও আইনের আওতায় আনয়ন

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার ও আইনের আওতায় আনয়ন

০৩/১০/২০২২ ইং তারিখ মিনু রানী সাহা (৫০), স্বামী-অনেশ সাহা, পিতা-রনী সাহা, সাং-কাপ্তান বাজার, হোল্ডিং নং-৩৯৭/ক, কুমিল্লা পৌরসভা, থানা- কোতোয়ালী, জেলা-কুমিল্লা অনুমান ১৫.৩০ ঘটিকার সময় কুমিল্লা হতে কর্নফুলী এক্সপ্রেস ট্রেনে তার বাবার বাড়ি লাকসাম যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে একটি স্বর্ণের চেইন যার ওজন অনুমান ০৬ আনা, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ,০২ টি স্বর্ণের আংটি যার ০১ টি ০৩ আনা মূল্য অনুমান ১৫,০০০/- (পনেরো হাজার) ও অপরটি ০৫ আনা ০৫ রত্বি মূল্য অনুমান ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা ও ৫০৫/- (পাঁচশত পাঁচ) টাকা হারান। ট্রেনটি লাকসাম রেলওয়ে স্টেশনে এসে দাঁড়াইলে  মিনু রানী সাহাকে অচেতন অবস্থায় পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাকসামে চিকিৎসার জন্য নিয়ে যায়।  পরবর্তীতে ০৪/১০/২০২২খ্রিঃ তারিখে উক্ত ভিকটিম মিনু রানী সাহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাকসামে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে লাকসাম রেলওয়ে থানা পুলিশ তার দেখানো মতে   লাকসাম রেলওয়ে স্টেশনের  ০৩ নং প্লাটফর্মের দক্ষিণ প্রান্তে প্লাটফর্মের উপরে  মালা বেগম @ মায়াকে ঘুরাফেরা করতে দেখে গত ৪/১০/২২ খ্রিঃ তারিখ ১২.৩০ ঘটিকার সময় আটক করে এবং মালা বেগম @ মায়ার নিকট থেকে ০১ টি হালকা বাদামী রংয়ের ভ্যানেটি ব্যাগের ভিতর রক্ষিত মিনু রানী সাহার উল্লেখিত চুরি হওয়া ০২ টি স্বর্ণের আংটি ও নীলাচল জুয়েলার্স ও অন্যান্য লেখা সম্বলিত একটি লাল রংয়ের পার্টস যাহার ভিতর ৫০৫/- (পাঁচশত পাঁচ) টাকা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মালা বেগম @ মায়া  স্বীকার করেন যে তিনি ও তার স্বামী শফিকুল ইসলাম প্রকাশ শফিক (৫৩), পিতা-মৃত বজলু মিয়া, সাং-নবীনগরপূর্ব পাড়া (বড়ক্ষেত), থানা-নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়িয়া উক্ত ভিকটিম মিনু রানী সাহাকে ফুসলাইয়া চেতনানাশক দ্রব্য খাওয়াইয়া অচেতন করে তার নিকট হতে বর্ণিত জিনিসপত্র চুরি করে নিয়া যায় । উক্ত ঘটনায় বর্নিত ভিকটিম মিনু রানী সাহা (৫০), লাকসাম রেলওয়ে থানায় বর্নিত ধৃত আসামী মালা বেগম মায়া  ও তার স্বামী পলাতক আসামী শফিকুল ইসলাম প্রকাশ শফিক (৫৩),দের বিরুদ্বে লিখিত এজাহার দায়ের করিলে লাকসাম রেলওয়ে থানার মামলা নং-০২, তারিখ-০৪/১০/২২ ইং, ধারা-৩২৮/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয় ।

 পরবর্তীতে অদ্য ০৫/১০/২০২২খ্রিঃ তারিখ অনুমান ১৩.৩০ ঘটিকার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয়  ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী থানাধীন ছাতিপট্টি এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী শফিকুল ইসলাম প্রকাশ শফিক (৫৩), পিতা-মৃত বজলু মিয়া, সাং-নবীনগরপূর্ব পাড়া (বড়ক্ষেত), থানা-নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়িয়াকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেন এবং তার হেফাজত হতে মিনু রানী সাহার স্বর্ণের চেইন উদ্ধার করেন।  

অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে সতর্ক হওয়ার জন্য রেলওয়ে পুলিশের পক্ষ হতে প্রতিদিন স্টেশনে দন্ডায়মান ট্রেনে মাইকিং করে অপরিচতি কারো নিকট হতে কিছু না খাওয়ার পরামর্শ প্রদান করেন। অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে সতর্ক হওয়ার জন্য রেলওয়ে পুলিশের পক্ষ হতে জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত আছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: