নিয়ন্ত্রণে এসেছে বঙ্গবাজারের আগুন
প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিস সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ইউনিট সংখ্যা। সব মিলিয়ে ৫০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
আগুন নিয়ন্ত্রণ যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার। ঘটনাস্থলে র্যাবের ঢাকার সকল ব্যাটেলিয়ন ও নারায়ণগঞ্জ হতে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ৬ টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাহায্য, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশ নেয়।