রূপালী ব্যাংকে ‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ শীর্ষক প্রশিক্ষণ

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে সম্প্রতি ‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান। এ প্রশিক্ষণে প্রধান কার্যালয়ের আইটি বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও ডিজিএম মো. সাফায়েত হোসেন।