South east bank ad

পিএইচপিতে যুক্ত হলেন তৃতীয় প্রজন্ম মহসিন ভিক্টর

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তরুন উদ্যোক্তা

পিএইচপিতে যুক্ত হলেন তৃতীয় প্রজন্ম মহসিন ভিক্টর

দেশের অন্যতম সেরা শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামেলিতে যুক্ত হলেন পিএইচপি ফ্যামেলির তৃতীয় প্রজন্ম মহসিন ভিক্টর। তিনি সেক্রেটারিয়াল পদে পিএইচপিতে যোগ দিয়েছেন। মহসিন ভিক্টর পিএইচপির প্রতিষ্ঠাতা সুফি মিজানুর রহমানের বড় ছেলে ও পিএইচপির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের বড় ছেলে।

বুধবার সকালে পিএইচপিতে মহসিন ভিক্টরকে ফুল দিয়ে বরণ করে নেন সুফি মিজানের ছেলে (৬ষ্ঠ) পিএইচপির পরিচালক জহিরুল ইসলাম রিংকু।

বিষয়টি নিশ্চিত করে পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, আপাতত সেক্রেটারিয়াল পদে ভিক্টর পিএইচপিতে যোগদান করেছেন। পিএইপিতে কর্মরত একজন সেক্রেটারি যে বেতন পান সেও তা পাবে। এরপর ধারাবাহিকভাবে মাঠ পযার্য় থেকে শুরু করে পিএইচপির প্রত্যেকটা বিভাগে কাজ করবে এবং কাজ শিখবে।

তিনি বলেন, তৃতীয় প্রজন্মের প্রত্যেক সদস্য পারিবারিকভাবে পিএইচপির পরিচালক হলেও দায়িত্ব গ্রহণের আগে নিজেদের প্রমাণ করতে হবে।

মাঠ পযার্য় থেকে কাজ করার এমন সিদ্ধান্ত কেন জানতে চাইলে তিনি আরও বলেন, সূফি মিজানুর রহমান অনেক কষ্ট করে পিএইচপি গড়ে তুলেছেন। আমরা ভাইয়েরা কেউ চাই না কোনো ভুল সিদ্ধান্তের কারণে বাবার গড়া পিএইচপির ভিত ভেঙে পড়ুক। তাই এই সাবধানতা।

পিএইচপি ফ্যামেলি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সফল ব্যবসায়ী সূফি মিজানের ৭ ছেলের ২৩ জন উত্তরসূরী রয়েছেন পিএইচপি ফ্যামেলির। ভবিষ্যতে এরাই হাল ধরবেন। কিন্তু পড়ালেখা শেষে পিএইচপির সাথে যুক্ত হওয়ার আগে রুট লেভেলে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে সবাইকে। এমন সিদ্ধান্ত সূফী মিজানের সাত ছেলের।

পিএইচপি সূত্রে জানা যায়, মহসিন ভিক্টরের জন্ম ১৯৯৮ সালের ৩ মার্চ। ২০১৪ সালে তার্কিস হোপ স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করেন তিনি। এরপর ২০১৬ সালে চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস) থেকে এ লেভেল সম্পন্ন করেন। পরে লন্ডনের ডেভিড গেম কলেজ থেকে ২০১৭ সালে ফাউন্ডেশন কোর্স শেষ করে ২০২০ সালে গোল্ড স্মিথস ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। চলতি বছর ১ এপ্রিল দেশে ফিরে ৭ এপ্রিল বৃহস্পতিবার সেক্রেটারি পদে পিএইচপিতে যোগ দেন সূফি মিজানের বড় নাতি।

এই বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মুঠোফোনে এই প্রতিবেদককে মহসিন ভিক্টর বলেন, দাদু (সূফি মিজান) আমাদের বলতেন, তোমরা কাঁদামাটিতে লুকানো হিরা। সেই হিরাকে ঘষে-মেজে সাফ ও তৈরি করতে হবে। নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য পিএইচপিতে মাঠ পর্যায়ে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের হাত ধরেই সম্ভাবনার নতুন দুয়ার খুলুক পিএইচপিতে।

BBS cable ad

তরুন উদ্যোক্তা এর আরও খবর: