South east bank ad

ভিকটিম সাপোর্ট সেন্টার বিএমপির আন্তর্জাতিক নারী দিবস পালিত

 প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভিকটিম সাপোর্ট সেন্টার বিএমপির আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

"টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য"এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টার বিএমপি কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) বিএমপি মোঃ এনামুল হক।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) বিএমপি মোহাম্মদ নজরুল হোসেন।

সভায় প্রধান অতিথি বক্তব্যে কর্মস্থল ও পেশায় ইতিবাচক সৌহার্দপূর্ণ পরিবেশ নারীর বিকাশ, নারীর গৃহস্থালির কাজকে মর্যাদা, সম্মান ও ইতিবাচক দৃষ্টি সহ নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তাগন নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে সমাজে সমতার বিধান চালু করা সম্ভব মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী পুলিশ কমিশনার (ভিকটিম সাপোর্ট সেন্টার) নাসরিন জাহান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ আলী আশরাফ, বিএমপি উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান, বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম মোঃ ইমানুল হাকিম, বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম ফজলু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ রাসেল,বিএমপি স্টাফ অফিসার মোঃ ইব্রাহীম, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমএনজিও এর প্রতিনিধিবৃন্দ সহ বিএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: