ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
লালমোহন তজুমদ্দিনের অহংকার, সফল শিল্পোদ্যোক্তা, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি) এর প্রতিষ্ঠিত জনসেবামূলক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশনের উদ্যোগে লালমোহন তজুমদ্দিনের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে উপহার স্বরুপ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন হান্নান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপু, ইউসুফ সিকদার, শাহে আলম ফরাজি সহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।