South east bank ad

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

 প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (৫ মে) ভোর ৬টার কিছু আগে এ কম্পন অনুভূত হয়।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার

তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, আজ ভোর ৫টা বেজে ৫৭ মিনিট ১৫ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহার উপজেলা।

প্রাথমিক তথ্যে ভিত্তিতে ভূমিকম্পটিকে ৫ দশমিক ২ মাত্রার বলা হলেও যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের সংশোধিত তথ্য অনুসারে ভূমিকম্পটি মাত্রা ৪ দশমিক ৩। অধিকতর তথ্যের ভিত্তিতে এই মানও কিছুটা পরিবর্তিত হতে পারে।

ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে। ভূমিকম্পটি যে স্থানে সৃষ্টি হয়েছে তার জিও লোকেশন হলো ২৩ দশমিক ৫৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ২৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

তিনি আরো বলেন, ঢাকার এত কাছে এই বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: