South east bank ad

যুক্তরাজ্য থেকে ১৪৪২ কোটি টাকায় কেনা হবে তিন কার্গো এলএনজি

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

যুক্তরাজ্য থেকে ১৪৪২ কোটি টাকায় কেনা হবে তিন কার্গো এলএনজি

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের পৃথক তিনটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এ এলএনজি আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকায় এক কার্গো এলএনজি কেনা হবে। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৪৪ ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের একই প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকায় এক কার্গো এলএনজি কেনা হবে। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৩৪ ডলার।

একই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকায় আরো এক কার্গো এলএনজি কিনবে সরকার। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৫৪ ডলার।

শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কাফকোর কাছ থেকে ১৬৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ও জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের (প্রোডিন্টর্গ) কাছ থেকে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকায় ৩৫ হাজার টন এমওপি সার কেনা হবে।

অন্যদিকে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের কাছ থেকে ৩৮৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪০ টাকায় ৪০ হাজার টন ডিএপি সার, ২১৫ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় ৩০ হাজার টন ও ২১৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ২৬০ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে।

এদিকে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) কাছ থেকে ১৭৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকায় ৪০ হাজার টন ও ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকায় ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন উৎস থেকে ৭১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭৫ টাকায় ১৫ হাজার টন রক সালফার সার সংগ্রহ করা হবে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: