South east bank ad

দুদক কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান

 প্রকাশ: ২৪ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

দুদক কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাসা নং- ০৫, রোড নং- ০৩, ব্লক- বি, ঢাকা উদ্যান এলাকার আনুমানিক ৩০ টি অবৈধ তিতাস গ্যাস সংযোগ দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ব্যবহার করে আসছেন এবং তিতাস গ্যাস, ধানমন্ডি অফিস হতে গ্যাস সংযোগ দেওয়া গাড়ি এসে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে কিছু টাকা নিয়ে চলে যান মর্মে এমন একটি অভিযোগ যাচাইয়ের জন্য জেসমিন আক্তার, সহকারী পরিচালক এবং মো: আবুল কালাম আজাদ এর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম আজ ২৩.০৫.০২২ খ্রি. তারিখে একটি অভিযান পরিচালনা করেছে। টিম প্রথমে উপ-মহাব্যবস্থাপক এর কার্যালয়, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., বাসা নং-৯/খ, রোড নং-১৩, ধানমন্ডি, ঢাকা অফিসে যায়।

উক্ত অফিসে দায়িত্ব প্রাপ্ত ডিজিএম ইঞ্জি: মো. নজিবুল হক এর সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করে অভিযোগে উল্লিখিত ঠিকানার বাসা এবং ঢাকা উদ্যানের রোড নং-৩, ব্লক-বি এর ৩০ টি বাসার গ্যাস লাইনের সংযোগ এর রেকর্ডপত্র যাচাই করা হয়। যাচাইকালে অভিযোগে উল্লিখিত বাসার অনুকুলে গ্যাস সংযোগ গ্রহণের বৈধ কোন রেকর্ডপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে দুদক টিম এবং তিতাস গ্যাস এর ০৪ সদস্যের একটি টিম যৌথভাবে ঘটনাস্থলে যায়।

উক্ত বাসায় পরিদর্শন কালে দেখা যায় যে, বাসাটি তিন তলা বিশিষ্ট, যার প্রতিটি ফ্লোরে তিনটি করে গ্যাসের লাইন রয়েছে । তার মধ্যে দুইটি করে ডবল চুলার লাইন সক্রিয় রয়েছে। বাসার মালিক এবং বাসায় দায়িত্বরত ম্যানেজারের কাছ থেকে গ্যাস বিলের কপি চাইলে তারা দীর্ঘ সময়ে অপেক্ষা করিয়েও রেকর্ডপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে তিতাস গ্যাস লি: এর প্রতিনিধিগণ দুদক টিমের উপস্থিতিতে বাসার গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করে এবং দুদক টিম তিতাস গ্যাসের কর্তৃপক্ষ কে উক্ত অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী গ্রাহকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে।

অপরদিকে উক্ত এলাকার দায়িত্ব প্রাপ্ত তিতাস গ্যাস কোং লি. এর ম্যানেজার এবং সুপারভাইজার সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের তথ্য সংগ্রহ এবং উক্ত অবৈধ গ্যাস সংযোগ প্রদানের ক্ষেত্রে যে সকল কর্মকর্তা/কর্মচারী জড়িত রয়েছে তাদের তথ্য সংগ্রহ পূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশনা বরাবর দাখিল করা হবে।

BBS cable ad

দুদক এর আরও খবর: