শিরোনাম

South east bank ad

বিভাগীয় পুলিশ হাসপাতালের ঔষধ ব্যবস্থাপনার অটোমেশন কার্যক্রম উদ্ভোধন

 প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ বুধবার (২ মার্চ) সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতাল এর ঔষধ ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম, বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: রফিকুল ইসলাম, সিলেট জেলা অপরাধ শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জাবেদ মাহমুদ, জিনিয়াস টেকনোলজীর প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, ভেন্ডর প্রতিষ্ঠান ট্রাস্ট কম্পিউটার লি: এর স্বত্বাধিকারী জুয়েল আহমেদ চৌধুরীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যবৃন্দ।

অটোমেশন কার্যক্রম উদ্ভোধন শেষে সিলেট জেলার পুলিশ সুপার আগত সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেট এর ঔষধ ব্যবস্থাপনার অটোমেশন কার্যক্রম চালু করায় ধীরে ধীরে সেবা মান উন্নত হবে।

হাসপাতালের উর্ধ্বমূখী কাজ সম্পন্ন শেষে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে পুরো হাসপাতাল ব্যবস্থাপনা কার্যক্রম অটোমেশন প্রক্রিয়ায় নিয়ে আসার চিন্তা ভাবনা আমাদের রয়েছে।

এ সময় পুলিশ সুপার উপস্থিত প্রকৌশলী ও ভেন্ডর প্রতিষ্ঠানের কর্ণধারসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে একই প্রতিষ্টানের মাধ্যমে স্থাপিত পুলিশের পোষাক পরিচ্ছদ ব্যবস্থাপনার জন্য সি-স্টোরে স্থাপিত আরেকটি সফটওয়্যার কার্যক্রমের শুভ সূচনা করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: