ব্র্যাক ব্যাংকের আয়োজনে রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ-বিষয়ক সেমিনার

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গতকাল রাজশাহীতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লিড ব্যাংক হিসেবে দুইদিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান ও পরিচালক মো. শরাফত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও সিওও সাব্বির হোসেন।