South east bank ad

ইপিবির নতুন ভাইস চেয়ারম্যান হাসান আরিফ

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

ইপিবির নতুন ভাইস চেয়ারম্যান হাসান আরিফ

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রশাসন ও মধ্যপ্রাচ্য উইং এবং যুক্তরাষ্ট্র ও জাপান উইংয়ের অনুবিভাগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

হাসান আরিফ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) বাংলাদেশের অল্টারনেট গভর্নর পদে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ, ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স বাংলাদেশ এবং এসএমই ফাউন্ডেশন বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরেও দায়িত্ব পালন করেছেন।

হাসান আরিফ ১৯৯৯ সালে ১৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে জাপান সরকারের জেডিএস স্কলারশিপের আওতায় ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জেডিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: