এখন থেকে নিয়মিত ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এখন থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম আগের মতো চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা আগামী দুই শিক্ষাবর্ষের মধ্যেই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গতকাল (২ মার্চ) বুধবার ঢাকা কলেজে শহিদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, গত দুই বছর তাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। অনেকে এক ধরনের ট্রমার মধ্যে ছিল। তারা সেই সময়টাকে পার করে এসেছে।
আমরা চেষ্টা করব, আগামী দিনগুলোতে আগের ঘাটতি পুষিয়ে নেয়ার। এখানে শিক্ষকরাও যেমন চেষ্টা করবেন, তেমনি শিক্ষার্থীদেরও চেষ্টা করতে হবে।
মন্ত্রী বলেন, যেখানে ঘাটতি রয়েছে, সেখানে বেশি নজর দিতে হবে। আমরা হয়তো এক শিক্ষাবর্ষে সব ঘাটতি পূরণ করতে পারবো না, কিন্তু আগামী শিক্ষাবর্ষে সেটুকু পূরণ করতে পারবো।
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এখনো সবাই বই পায়নি- এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, করোনার সময়ে কাগজ নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে, টেন্ডার করতে সমস্যা হয়েছে। আশা করি দ্রুত বই পাওয়া যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।