নৌ পুলিশের ইউএনওডিসির সরঞ্জাম হস্তান্তর বিষয়ক সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বুধবার (২ মার্চ) নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএ-এর সভাপতিত্বে UNODC (United Nations Office on Drugs and Crime) কর্তৃক Equipments Handover Ceremony অনুষ্ঠিত হয়।
এ সময় Japan Embassy এর First Secretary Ms. Yuka Iigai এবং UNODC, Bangladesh এর Program Officer Ms. Marina Yakunina সহ নৌ পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।