শিরোনাম

South east bank ad

ট্রেনে ছাঁদ ভ্রমন, হকার রোধকল্পে অভিযান কার্যক্রম

 প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রামের নির্দেশনায় আজ শুক্রবার (৪ মার্চ) এস আই সাইফুল ইসলাম, ইনচার্জ, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধকল্পে বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করেন।

ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ, হকার রোধকল্পে অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে অতিক্রম করাকালে ট্রেনে ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করার এবং অবৈধভাবে হকার করার অপরাধে (১)শাহজালাল (১৮) পিতা-দেলোয়ার হোসেন, সাং-মতুরাপুর, থানা বরুরা, জেলা-কুমিল্লা (২) শামিম মিয়া (২৫), মোঃ দেলোয়ার, সাং-বাটরা, থানা-হাজিগন্জ, জেলা চাঁদপুর (৩) বাবলু মিয়া (১৯) পিতা ফারুক মিয়া, সাং এনায়েত বাজার, থানা-কোতোয়ালি, সিএমপি, চট্টগ্রাম (৪) জিসান(১৮) পিতা আলা উদ্দিন সাং লালখান বাজার, থানা-খুলশী, সিএমপি, চট্টগ্রাম (৫) রাব্বি(২১) পিতা মোঃ খোকন সাং জাফরাবাদ থানা ও জেলা চাঁদপুর (৬) রবিউল হক(১৯) পিতা মোঃ ইউসুফ, সাং-হাসানপুর, থানা-নাঙলকোর্ট, জেলা-কুমিল্লা (৭) ফরহাদ (১৮) পিতা আবুল কালাম, সাং হাসানপুর থানা-নাঙলকোর্ট, জেলা-কুমিল্লা (৮) মমিনুল (১৮) পিতা আঃ করিম সাং সহদেবপুর, থানা-সদর, জেলা-ফেনী (৯) ইসলাম (২৫) পিতা সাহাবুদ্দিন সাং স্টেশন রোড, থানা-সদর, জেলা-ফেনী (১০) খোকন মিয়া (৫০) পিতা আলি আহমদ সাং রেল কলোনি, থানা-সদর, জেলা ফেনী (১১)মোঃ সুজন (১৮) পিতা সিরাজ মিয়া সাং কলেজ রোড থানা শিবপুর জেলা নরসিংদীদের ফেনী রেলওয়ে পুলিশ ফাড়ীর ননএফআইআর নং-২/২২, তারিখ-৪/০৩/২০২২ রেলওয়ে আইনে ১১৩/১১৮ ধারায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন ।

এছাড়াও আজ শুক্রবার এসআই ইসমাইল হোসেন সিরাজী, ইনচার্জ, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধকল্পে বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করেন।

ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ, হকার রোধকল্পে অভিযান পরিচালনাকালে ঢাকা হতে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে অতিক্রম করাকালে ট্রেনে অবৈধভাবে হকার করা অপরাধে (১) মোঃ আমির হোসেন(৫৫) পিতা-আবু মিয়া, সাং-দেবিদ্ধার, থানা-দেবিদ্ধার, জেলা-কুমিল্লা বর্তমানে সাং-ধর্মপুর, থানা-কোতোয়ালি,জেলা কুমিল্লা (২) খোরশেদ আলম (২৪), পিতা-জাহাংগীর আলম, সাং-আখাউড়া মসজিদ পাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াদের কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাড়ীর ননএফআইআর নং-১/২২, তারিখ-৪/০৩/২০২২ রেলওয়ে আইনে ১২০(ক) ধারায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: