মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ):
মানিকগঞ্জ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা পশ্চিমাঞ্চলের ২১ উপজেলার আড়াই হাজার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে মিলনমেলা।
আজ (৫ মার্চ ) শনিবার সকালে জেলার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে এই মিলনমেলা উদ্বোধন করা হয়।
মিলনমেলায় ১৯৭১ সালের ২ নম্বর সেক্টরের ঢাকার পশ্চিমাঞ্চলের, ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের ২১ উপজেলার আড়াই হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মুক্তিযুদ্ধের ব্যানার ও ফেস্টুন দিয়ে নতুন রূপে সাজানো হয়েছে শহরকে। ভোর থেকে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আসতে থাকেন।
মিলনমেলাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড থেকে শহর হয়ে বেউথা সড়কে সব ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পুলিশ শহর জুড়ে নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা নিয়েছে।
লালবাগ থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমেল বলেন, আমি নাতিদের নিয়ে মিলনমেলায় সকালে এসেছি। ভালো লাগছে বীর মুক্তিযোদ্ধাদের এরকম সম্মান দেওয়ার জন্য। আমাদের সম্মাননা দিলে আগামী প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধ সম্পর্কে।’
মিলনমেলার আয়োজক কমিটির আহ্বায়ক সংসদ সদস্য বেনজীর আহমেদ জানান, স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।
উপজেলার মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এ কারণে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, মুক্তিযোদ্ধাদের মিলনমেলা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ৮০০ পুলিশ সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, দুর্যোগ প্রতিমন্ত্রী ড. মো. এনামুল রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ গণ্যমান্য ব্যক্তি।