South east bank ad

বাণিজ্য মেলার পর্দা উঠছে বুধবার

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

বাণিজ্য মেলার পর্দা উঠছে বুধবার

নতুন বছরের প্রথম দিন বুধবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৯তম আসরের পর্দা উঠছে। পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, আগামী ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় এবার দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর ৩২৭টি স্টল ও প্যাভিলিয়ন থাকবে।

এ বছর মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশসহ সাতটি দেশের মোট ১১টি প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে, শহিদ মুগ্ধ ও আবু সাঈদ কর্নার এবং তরুণদের জন্য প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে।

মেলার টিকিটের মূল্যও ঘোষণা করা হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, আর শিশুদের জন্য টিকিটের মূল্য অর্ধেক। এবার মেলা প্রবেশের জন্য অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া মেলায় শিশুদের জন্য একটি প্রযুক্তি ভিত্তিক পার্কও স্থাপন করা হবে। গত কয়েক বছরে করোনা মহামারির কারণে কিছু প্রতিবন্ধকতা এলেও এবারের মেলা আগের তুলনায় আরো বেশি আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: