South east bank ad

শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আনতে নতুন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আনতে নতুন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

বিলাসজাতীয় পণ্য ছাড়া সব ধরণের পণ্যে লেটার অব ক্রেডিট (এলসি) মার্জিন তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত দেশের শিল্প ও বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনতেই কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেন ক্রমান্বয়ে স্থিতিশীল পর্যায়ে চলে আসায় ব্যবসা ও শিল্প-বাণিজ্যকে গতিশীল করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে ব্যবসায়ীরা সব ধরনের মূলধনী যন্ত্রপাতি, ভোক্তা পণ্য, মূলধনী কাঁচামাল– ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে কোনো ধরণের নগদ মার্জিন ছাড়া আমদানি করতে পারবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: