South east bank ad

১.৩৭ বিলিয়ন ডলারের আকু বিল পরিশোধ করল বাংলাদেশ

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

১.৩৭ বিলিয়ন ডলারের আকু বিল পরিশোধ করল বাংলাদেশ

১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এশীয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করেছে বাংলাদেশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।

আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।

বাংলাদেশ ব্যাংক এর নিজস্ব হিসাবের পরিপ্রেক্ষিতে, গত ৮ সেপ্টেম্বর আকুর বিল পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল-৬ হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। গ্রস হিসাবে তা ২৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাধারণত তখন কমে যায় যখন দেশ প্রতি দুই মাস পর পর আকুর পেমেন্ট ক্লিয়ার করে। এতে আবারও রিজার্ভ নেমেছে ২০ বিলিয়নের ঘরে

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: