South east bank ad

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২.৬৬ শতাংশ

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২.৬৬ শতাংশ

অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি আবারো বেড়েছে। খাদ্যপণ্যের দাম বিশেষ করে চাল ও সবজির দাম বৃদ্ধির কারণে অক্টোবরের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬ শতাংশে। আগের মাস সেপ্টেম্বরের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.৪০ শতাংশ।

বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সার্বিক মূল্যস্ফীতি অক্টোবরে বেড়ে ১০.৮৭ শতাংশে পৌঁছেছে। এটি গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৯২ শতাংশ এবং আগস্টে ১০.৪৯ শতাংশ।

এছাড়া, গত জুলাই মাসে দেশে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি ছিল ১১.৬৬ শতাংশ, যা ছিল ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে মূল কারণ গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ উত্তরাঞ্চলে বন্যায় কৃষি জমি প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়েছে এবং খামারগুলোর ক্ষতি হওয়ায় হাঁস-মুরগির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

এছাড়া দেশের সিন্ডিকেট ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকায় বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এতে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়ছে।

BBS cable ad