শিরোনাম

South east bank ad

এজেন্ট ব্যাংকিংয়ের আমানত ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

 প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এজেন্ট ব্যাংকিংয়ের আমানত ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং আমানত সংগ্রহে ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মোট আমানতের প্রায় ৪২ শতাংশ। সরাসরি ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে ২০১৭ সাল থেকে এজেন্টের মাধ্যমে সহজে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করে আসছে ব্যাংকটি।

মাত্র নয় বছরের ব্যবধানে ২০ হাজার কোটি টাকা আমানত সংগ্রহের মাধ্যমে দেশের ব্যাংক খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। গ্রাহক সংখ্যার দিক থেকেও শীর্ষে অবস্থান করছে। বর্তমান গ্রাহক সংখ্যা ৫৩ লাখের বেশি, এর প্রায় অর্ধেকই নারী। এ গ্রাহকরা নির্বিঘ্নে আমানত জমা ও উত্তোলন করছেন, যেখানে দৈনিক লেনদেনের পরিমাণ গড়ে প্রায় হাজার কোটি টাকার বেশি।

বর্তমানে দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের অবস্থান শীর্ষে। ২০২৪ সালে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৫২ কোটি টাকা, যা এ খাতের মোট রেমিট্যান্সের ৫৪ শতাংশেরও বেশি। ২০২৫ সালের জুন পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯৮৪ কোটি টাকা।

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বর্তমানে দেশের ৪৭২টি উপজেলায় ২ হাজার ৭৯১টি আউটলেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: