South east bank ad

আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে দুই ব্যাংককে দেবে বাংলাদেশ ব্যাংক

 প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

আড়াই হাজার কোটি টাকা ছাপিয়ে দুই ব্যাংককে দেবে বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকটে থাকা দুই ব্যাংককে সরাসরি সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী (এফএসআইবিএল) ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে টাকা ছাপিয়ে ইসলামী ধারার ব্যাংক দুটিকে এ টাকা দেয়া হবে।

সম্প্রতি ব্যাংক দুটি থেকে আবেদন এলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাতে অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সোশ্যাল ইসলামী ব্যাংককে দেড় হাজার কোটি টাকা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকার সরাসরি তারল্য সহায়তা দেয়া হচ্ছে। এটা হাই পাওয়ার্ড মানি—কিংবা বলা যায় টাকা ছাপিয়ে দেয়া হচ্ছে এবং জামানত ছাড়াই এ সহায়তা দেয়া হচ্ছে।’

গত বছর ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে ব্যাংক খাতেও সংস্কার শুরু হয়। ক্ষমতার পালাবদলের পর এ দুই ব্যাংকসহ সাতটি ব্যাংকের পরিচালন পর্ষদের নিয়ন্ত্রণ হারায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপ। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া হয় আহসান এইচ মনসুরকে। গভর্নরের দায়িত্ব পাওয়ার পর তিনি এস আলমের নিয়ন্ত্রণে থাকা পর্ষদের ব্যাংকগুলোয় তারল্য সহায়তা দেয়া বন্ধ করে দেন। এর পর থেকেই ইসলামী ধারার ব্যাংকগুলোয় তীব্র তারল্য সংকট তৈরি হয়। ব্যাংক দেউলিয়া বা বন্ধ হয়ে যেতে পারে—এমন গুজবের মুখে গ্রাহকরাও এসব ব্যাংক থেকে আমানত উত্তোলন শুরু করেন।

এ অবস্থায় সে সময় প্রথমে আন্তঃব্যাংক থেকে তারল্য সহায়তা নেয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ফলপ্রসূ না হওয়ায় গত নভেম্বরে বাংলাদেশ ব্যাংক থেকে ছয় ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়। এরপর এসব ব্যাংক আবারো কেন্দ্রীয় ব্যাংক থেকে সহায়তা নিয়েছিল। এর মধ্যে এসআইবিএলকে ৫ হাজার ৫০০ কোটি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দেয়া হয়েছে।

এছাড়া টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ৫ হাজার কোটি, ইউনিয়ন ব্যাংককে ২ হাজার কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংককে ২০০ কোটি, আইসিবি ইসলামিক ব্যাংককে ১০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংককে ২ হাজার কোটি, এক্সিম ব্যাংককে ৮ হাজার ৫০০ কোটি এবং এবি ব্যাংককে ২০০ কোটি টাকা ধার দেয়া হয়েছে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: