চট্টগ্রামের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১০তম শাখা উদ্বোধন
বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২১০তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল শাখাটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান, বোর্ড এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।