খাগড়াছড়িতে আইএফআইসি ব্যাংকের নতুন শাখা চালু

খাগড়াছড়ি জেলায় আইএফআইসি ব্যাংকের নতুন শাখার কার্যক্রম চালু হয়েছে। এ শাখা উদ্বোধনের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখার সংখ্যা ১ হাজার ২৬৮ স্পর্শ করল।
সম্প্রতি খাগড়াছড়ি জেলার কোতোয়ালি থানায় নারকেল বাগান রোডে অবস্থিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসির আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ইকবাল পারভেজ চৌধুরী, গ্রাহক, বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিরা।