ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছায় ট্রাকচাপায় শামীমা আক্তার (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা সিটি ব্যাংকে কর্মরত ছিলেন।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাক রেখে পালিয়েছেন চালক ও সহকারী।
নিহত শামিমার সহকর্মী মেহেদী হাসান জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে অফিস শেষ করে শামিমা খাতুন আরেক সহকর্মীর মোটরসাইকেলে করে যশোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অফিস থেকে ১০০ গজ দূরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেঁধে তিনি রাস্তার উপর মোটরসাইকেলের ডানপাশে পড়ে যান। একই সময়ে যশোরগামী একটি ট্রাকের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঝিকরগাছা থানার ওসি বি এম কামাল হোসেন ভূইঁয়া সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।