জনতা ব্যাংকে নিয়োগ পেলেন নতুন তিন পরিচালক
জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন তিন পরিচালক নিয়োগ পেয়েছেন। তারা হলেন ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক একেএম খবির উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার এবং সাবেক যুগ্ম সচিব ড. মো. শাহাদাৎ হোসেন।
জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক একেএম খবির উদ্দিন চৌধুরী চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আমানত সংগ্রহ, খেলাপি ঋণ আদায় ও বৈদেশিক বাণিজ্যে কাঙ্ক্ষিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সফলতার স্বাক্ষর রেখেছেন। খবির উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার চাকরি জীবনে গবেষণা বিভাগের পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত জার্নালে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স, তাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স, মুদ্রানীতি, সুকুক ইন্স্যুরেন্স ও ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে বিশেষভাবে দক্ষ।
আব্দুল আউয়াল সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে তিনি যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটি থেকে ডিসটিংশনসহ এমএসসি ইন ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিগ্রি অর্জন করেন।
সাবেক যুগ্ম সচিব ড. মো. শাহাদাৎ হোসেন ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারে অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি অর্থ, স্বাস্থ্য, পরিকল্পনা ও বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক, কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ প্রকল্পের পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
শাহাদাৎ হোসেন ডব্লিউএইচও, বিশ্বব্যাংক, ইউএসএআইডি, পপুলেশন কাউন্সিল, আরটিএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ন্যাশনাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।
শাহাদাৎ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন। শাহাদাৎ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আইসিএবি ও আইসিএমএবিতে তিন দশক খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কাজ করেছেন।