মুন্সিগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করল ঢাকা ব্যাংক
ঢাকা ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্থানীয় সাড়ে ৪০০ কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার এবং এমডি শেখ মোহাম্মদ মারুফ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।