১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর সম্মতি পেল ডাচ্-বাংলা ব্যাংক
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিকে বাজারে ১ হাজার ২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ১ কোটি টাকা অভিহিত মূল্যে মোট ১ হাজার ২০০টি বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। বন্ডটির বৈশিষ্ট্য আনসিকিউরড, নন-কনভার্টিবল ও রিডিমেবল। ব্যাসেল-৩ নীতমালা অনুসারে ব্যাংকটির টায়ার-২ মূলধন বৃদ্ধি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে মূলধনভিত্তি শক্তিশালী করতে এ বন্ড ইস্যু করা হবে।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৯৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১০ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ৮ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৭৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা।
রিজার্ভে রয়েছে ৩ হাজার ৯৩৭ কোটি ৩৫ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮৭ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ২১৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮৬ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬ দশমিক ২৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ ও বাকি ৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।