বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখার উদ্বোধন

রাজধানীর মিরপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন নতুন শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এএমডি ও সিবিও কেএম আওলাদ হোসেন এবং ডিএমডি ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবিরসহ উচ্চপদস্থ কর্মকর্তা, গ্রাহক-শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীরা।