সীমান্ত ব্যাংক ও সি পার্ল বিচ রিসোর্টের মধ্যে এমওইউ স্বাক্ষর

সীমান্ত ব্যাংক পিএলসি এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম এবং সি পার্ল বিচ রিসোর্টের গ্রুপ পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আব্দুল আওয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব সিআরএম শামীম আহমেদ এবং রিসোর্টের পরিচালক (সেলস) আমজাদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।