আইএফআইপিএলসির পরিচালনা পর্ষদের ৩৬৪তম সভা অনুষ্ঠিত

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৬৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান আবুল কাসেম হায়দার। এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান মোসতানছের বিল্লাহ ও কেবিএম মঈন উদ্দিন চিশতী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পরিচালক আজগার হায়দার ও জুলিয়া রহমান, স্বতন্ত্র পরিচালক ছায়েমা আক্তার এবং আইএফআইপিএলসির এমডি মো. নুরুল আজীম।