ঝিনাইদহে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করেছে যমুনা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঝিনাইদহে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করেছে যমুনা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা ব্যাংকের ডিএমডি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম। এ সময় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের নির্বাহী পরিচালক মো. শামসুল আলম।